০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম আমেরিকার আলাস্কার জনপ্রিয় পর্বতারোহী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বালিন মিলার বুধবার (১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের এল ক্যাপিটান পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছেন। পর্বত আরোহণের দৃশ্য টিকটকে লাইভ-স্ট্রিম করার সময় ঘটে এই দুর্ঘটনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর। জানা যায়, মিলার ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কের এল ক্যাপিটানের ২৪০০ ফুট উঁচুতে অবস্থিত ‘সি অফ ড্রিমস’ নামের পর্বতে একা আরোহণ করছিলেন তিনি। তার ভাই ডিলান আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, মিলার সফলভাবে আরোহণ শেষ করার পরে যখন সরঞ্জাম উপরে টেনে তুলছিলেন, তখনই তিনি সম্ভবত দড়ির শেষ মাথা পার হয়ে র্যাপেল করার সময় নিচে পড়ে যান। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের ফটোগ্রাফার টম ইভান্স (এই দুর্ঘটনার সাক্ষী) জানিয়েছেন, পাথরে আটকে থাকা...