এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। সকালে ঢাকায় পা রেখে টিম হোটেলে দলের সাথে যোগ দিয়েছেন ইংলিশ লিগে লেস্টার সিটিতে খেলা তারকা। বিকেলে দলের সাথে করেছেন অনুশীলনও। এএফসি এশিয়ান কাপে হংকং চায়না ম্যাচ সামনে রেখে দ্বিতীয় সপ্তাহে অনুশীলন করছে বাংলাদেশ দল। জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনরা শুরু থেকে অনুশীলনে থাকলেও হামজা ছিলেন না। এসে তিন সেশন অনুশীলনের সুযোগ পাচ্ছেন হামজা। যার প্রথমটি সেরে ফেললেন সোমবার। হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে মঙ্গলবার দেশে আসবেন সামিত সোম। বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছিলেন, সামিত দেশে আসার পর অনুশীলনের সময় কম পাবেন। এজন্য তার বিষয়ে ভালো যে ব্যাপার হবে সেভাবেই সিদ্ধান্ত নেয়া হবে। পৌঁছে সমর্থকদের জন্য বার্তা দিয়ে হামজা বলেছেন, ‘আসসালামু আলাইকুম, নিরাপদে পৌঁছেছি। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুলি ক্যামব্যাক দিবো। ৯ তারিখ আমরা...