ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের একটি ক্লিনিকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে হাড় স্থাপনের চিকিৎসা দিয়ে অসুস্থ রোগীদের সুস্থ করে তুলছেন এক চিকিৎসক। হাত-পা মচকানো, হাড় সরে যাওয়া, ফ্র্যাকচারের মতো হাড়ের সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিনই ক্লিনিকটিতে ভিড় করেন শতাধিক রোগী। অস্ত্রোপচারের বিকল্প হিসেবে প্রাচীন এই চিকিৎসা পদ্ধতিতে সেবা নেওয়াকে বেছে নিচ্ছেন তারা। জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা নূর মোহাম্মদ পেশায় একজন হাড়ের চিকিৎসক। তবে অস্ত্রোপচারের মতো আধুনিক চিকিৎসা নয়, বরং ঐতিহ্যবাহী পদ্ধতিতে রোগীদের হাড় স্থাপনের চিকিৎসা দেন তিনি। হাত-পা মচকানো, হাড় সরে যাওয়া, ফ্র্যাকচারের মতো রোগ থেকে মুক্তি পেতে প্রতিদিন তার ক্লিনিকে ভিড় করেন অসংখ্য রোগী। অস্ত্রোপচারের বিকল্প হিসেবে প্রাচীন পদ্ধতিতে চিকিৎসা সেবা পেয়ে সুস্থ হওয়ায় খুশি রোগীরা। বিশেষ করে কাশ্মীরের শীর্ষ অর্থোপেডিক চিকিৎসকরা যেসব রোগীকে বার্ধক্যের কারণে অস্ত্রোপচার না করতে পরামর্শ দেন, তারা নূরের ক্লিনিকেই...