ব্যাপারটি অনুমতিই ছিল। শেষ পর্যন্ত হয়েছে সেটাই। আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি বিসিবি পরিচালক হন সোমবারের নির্বাচনে। এরপর সভাপতি পদের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না সাবেক এই অধিনায়কের।সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। পরে তাদের ভোটে নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল।একই নির্বাচনে দুজন সহসভাপতিও মনোনীত করা হয়েছে। তারা হলেন—ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।এরআগে গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাকে সভাপতি করা হয়। এবার আমিনুল ঢাকা বিভাগের পরিচালক হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন।নতুন করে সহসভাপতি হওয়া ফারুক আহমেদ বিসিবির সভাপতিও...