কী হবে? কী হতে পারে? তার আভাস মিলেছিল আগেই। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থিদের বড় অংশ নির্বাচন বয়কট করেছে আগেই। তাতে করে নির্বাচনের আকর্ষণ, উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বীতা কমে প্রায় শূন্যের কোটায় নেমে আসে। তাতে করে ক্রীড়া উপদেষ্টা তথা সরকার সমর্থনপুষ্ট আমিনুল ইসলাম বুলবুল ও তার পক্ষের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণে। ৬ অক্টোবরের নির্বাচনে বুলবুল ও তার পক্ষ জিতবে ধরেই বসেছিলেন ক্রিকেট অনুরাগীরা। বাস্তবে সেটাই হয়েছে। আজ সোমবারের বিসিবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় হয়েছে আমিনুল ইসলাম বুলবুল ও তার পক্ষের। এক কথায় নির্বাচিত ২৩ জনের সবাই বুলবুলপন্থি। আর এনএসসি কোটায় যে দুজন বোর্ডে পরিচালক হিসেবে এসেছেন, তারাও যেহেতু সরকার মনোনীত, আর বুলবুলও সরকার সমর্থনপুষ্ট- তাই ধরেই নেওয়া যায় পুরো ২৫ জনের বোর্ডই বুলবুল ও তার দলের। এদিকে যার ব্যাকগ্রাউন্ড যাই হোক...