আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও এখনো স্পষ্ট নয় কোন প্রক্রিয়ায় তা সম্পন্ন হবে। জুলাই জাতীয় সনদ কার্যকর করা হবে কি না এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নাকি সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আইনসভার সদস্য নির্বাচন হবে—এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি।বিশেষত পিআর পদ্ধতি নিয়ে বিরোধ চরমে পৌঁছেছে জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে। দেশের দুটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিপুল ব্যবধানের জয় দলটিকে রাজনৈতিকভাবে শক্তিশালী করেছে। ইতোমধ্যেই দলটি প্রতিটি আসনে একক প্রার্থী ঘোষণা দিয়ে প্রস্তুতি শুরু করেছে। অন্যদিকে বিএনপি এখনো ভোটের মাঠে পুরোপুরি গোছানো নয়; প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলছে ধীরগতিতে, চলছে বিক্ষিপ্ত প্রচারণা। তবে দলীয় সূত্রে জানা গেছে, দুই শতাধিক আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রস্তুত। দলীয় সূত্র অনুযায়ী, অল্প কিছু আসনে...