ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন এক নতুন ডিজিটাল বিশ্বকোষ তৈরির। ওপেন সোর্স এই জ্ঞানভান্ডারটি হবে জনপ্রিয় উইকিপিডিয়ার বিকল্প, যা মাস্কের ভাষায় ‘আরও নিরপেক্ষ, বুদ্ধিমান ও সীমাহীন জ্ঞানের উৎস।’ মঙ্গলবার ‘এক্স’ প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে মাস্ক লিখেছেন, ‘এক্সএআই-য়ে যোগ দিন এবং গ্রকিপিডিয়া তৈরিতে সাহায্য করুন। এটি হবে উইকিপিডিয়ার চেয়ে অনেক ভালো একটি জ্ঞানভান্ডার, যেখানে সবাই অবদান রাখতে পারবে।’ তার দাবি, এক্সএআইয়ের চ্যাটবট গ্রক-এর ওপর ভিত্তি করে গড়া এ বিশ্বকোষ নিরপেক্ষ তথ্য সরবরাহ করবে, কোনো রাজনৈতিক পক্ষপাত ছাড়াই। উইকিপিডিয়াকে বামপন্থি পক্ষপাতদুষ্ট বলে বহুবার সমালোচনা করেছেন মাস্ক। এমনকি ২০২৩ সালে তিনি একশ কোটি ডলারে প্ল্যাটফর্মটি কেনার প্রস্তাবও দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে উইকিপিডিয়া আবারও বিতর্কে, কারণ এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গার একে ‘প্রচারণার মাধ্যম’ আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, রক্ষণশীল ও লিবার্টারিয়ান মতাবলম্বীদের মন্তব্য ইচ্ছাকৃতভাবে সেন্সর করা হচ্ছে। স্যাঙ্গার...