বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। যেহেতু এই পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকাতে নির্ধারণ করা হয়েছে, তাই বরিশাল থেকে ১,০০০ জনেরও অধিক শিক্ষার্থীকে রাজধানীতে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। শিক্ষার্থীদের এই যাতায়াত ভোগান্তি লাঘবের জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ বাসের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছিল। জানা গেছে, গত ৫ অক্টোবর ববি শাখা ছাত্রদলের নেতা মোশাররফ হোসেনসহ অন্যরা ছাত্রদলের পক্ষ থেকে এই আবেদনপত্রটি প্রক্টর অফিসে জমা দেন, যা পরে উপাচার্য বরাবর পাঠানো হয়। আবেদনে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢাকাতে হওয়ায় যথাসময়ে পৌঁছানো এবং পরীক্ষা শেষে নিরাপদে ক্যাম্পাসে ফিরে আসার জন্য এই পরিবহন সুবিধাটি অত্যন্ত জরুরি। এ বিষয়ে ববি শাখা ছাত্রদলের নেতা মোশাররফ হোসেন বলেন, "বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব...