বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ‘জালিয়াতি’ উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের আইন মেনেই এই ‘ভুয়া বোর্ড’ লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।বিসিবির এই নির্বাচনকে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরাও ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছে বলে দাবি করেন তিনি।পোস্টে ইশরাক বলেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা।বর্তমান পরিস্থিতিতে তিনি নীরব থাকার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না।’তবে এই নীরবতা যে স্থায়ী নয়, তা স্পষ্ট করে তিনি যোগ করেন, ‘অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড়...