চলতি মৌসুমের দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবলের বিরতি শুরু হয়েছে। মূলত চোটের ছোবলে বর্তমানে মাঠের বাইরে থাকার কারণেই সময়টা ব্যস্ততায় কাটবে না লামিনে ইয়ামালের। ১৮ বছর বয়সী এই ফুটবলারের বিশ্রাম প্রয়োজন, সেদিক থেকে এটা ভালো খবর। কিন্তু বার্সেলোনা ও স্পেন ফরোয়ার্ডের জন্য পরিস্থিতি আসলে তেমন সুখকর কিছু নয়; কারণ এই সময়ে যে কুঁচকির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকতে হবে তাকে। পিএসজির বিপক্ষে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে হেরে যাওয়া ম্যাচে এই চোট পান তিনি। অল্প সময়ের মধ্যে পরপর দুবার চোটের ধাক্কা লাগায় তার ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা বাড়ছে। একই রকম শঙ্কা প্রকাশ করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন-ফিফপ্রো। সবশেষ চোট দুর্ভাগ্যের কারণেও পেতে পারেন ইয়ামাল, আবার শীর্ষ পর্যায়ের ফুটবলের প্রবল তীব্রতা ও চাপের জন্যও হতে পারে। তবে যখন একজন টিনএজারের ম্যাচ খেলার অবিশ্বাস্য সংখ্যার...