মানুষের বয়স বাড়লে যেন গাছের শুকনো পাতার মতো হয়ে যায়। যে পাতাগুলো একসময় ছায়া দিত, অক্সিজেন দিত, সৌন্দর্য বাড়াত, শেষে সেগুলো ঝরে পড়ে। একসময় যে বাবা-মা সন্তানকে বুকের ভেতর আগলে বড় করেছেন, আজ তাদের অনেকেই সন্তানদের কাছে অবহেলিত হয়ে বৃদ্ধাশ্রমের ঘরে কাটাচ্ছেন জীবনের শেষ সময়। বয়সের ভারে যখন শরীর ক্লান্ত হয়, তখন সেই মানুষগুলো সবচেয়ে বেশি চায় আপনজনের ভালোবাসা। অথচ অনেক বাবা-মা যেন আজ বৃদ্ধাশ্রমের দেয়ালে বন্দি। এই আশ্রয়গুলো তাদের জন্য যেন কোনো ঘর নয় বরং নিঃসঙ্গতার অদৃশ্য কারাগার।বাংলাদেশে ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। আগে যেখানে এগুলোকে ব্যতিক্রম মনে করা হতো, এখন শহরাঞ্চলে এটি অনেকটা স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে। পারিবারিক বন্ধন দুর্বল হওয়া, ব্যস্ততার অজুহাত আর অর্থনৈতিক বাস্তবতা মিলিয়ে অনেক বাবা-মাকে সন্তানরা বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। ফলে জীবনের শেষ বয়সে, যখন...