বলিউড অভিনেত্রী আনুশা দাণ্ডেকার আবারও আলোচনায়। সম্প্রতি এক পডকাস্টে প্রাক্তন প্রেমিক করণ কুন্দ্রাকে নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন তিনি। সেখানে আনুশা বলেন, করণের সঙ্গে তাঁর সম্পর্কটি ছিল না প্রচলিত ভালোবাসার সম্পর্ক, বরং এক ধরনের‘সিচুয়েশনশিপ’। অর্থাৎ, পারস্পরিক প্রয়োজন ও মুহূর্তের চাহিদা পূরণে তৈরি হয়েছিল তাদের সম্পর্ক। আনুশার ভাষায়, “করণের সঙ্গে আমার সম্পর্কটা ছিল সময় কাটানো ও শারীরিক চাহিদা মেটানোর জন্য। সম্পর্কের মাধ্যমে আমি ভ্রমণ, পার্টি ও উদযাপনের সঙ্গী পেয়েছিলাম, কিন্তু সেটা প্রেম ছিল না।” তিনি আরও বলেন, “সবাই জীবনের বিশেষ মুহূর্তগুলোতে কারও না কারও সঙ্গ চায়। জন্মদিন, উৎসব বা উদযাপন একা করা যায় না। তাই করণ তখন আমার জীবনে ছিল সেই শূন্যতা পূরণের জন্য।” অভিনেত্রীর এই বক্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর সততা প্রশংসা করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন...