গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে সোমবার ইউরোপের দেশ গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনীর হাতে আটক থাকার সময় অমানবিক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এই মানবাধিকর্মীদের অনেকেই। সুইজারল্যান্ড ও স্পেনের কয়েকজন কর্মীর অভিযোগ, আটকাবস্থায় তারা অমানবিক পরিস্থিতিতে ছিলেন। গত সপ্তাহে আটক হওয়া নয়জন সুইস কর্মী দেশে ফেরার পর জানান, ইসরায়েলি বাহিনী তাদের ঘুমাতে দেয়নি, পর্যাপ্ত খাবার-পানি দেয়নি, এমনকি কেউ কেউ মারধরেরও শিকার হয়েছেন। কাউকে লাথি মারা হয়েছে, আবার কেউ খাঁচায় বন্দি ছিলেন বলে জানিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। রোববার রাতে নিজ দেশে ফিরে স্প্যানিশ কর্মীরাও অভিযোগ করেছেন, তাদেরও নির্যাতন করা হয়েছে। “ওরা আমাদের মারধর করেছে, মাটির ওপর দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে গেছে, চোখ বেঁধেছে, হাত-পা বেঁধে জেলের...