গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭০ জন অ্যাক্টিভিস্টকে গ্রিস ও স্লোভাকিয়ায় বহিষ্কার করেছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়েছে, আটক ৪৭৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৩৪১ জনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার থুনবার্গসহ শেষ ধাপের বহিষ্কারের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থুনবার্গের বিমানবন্দরে ওঠার ছবি প্রকাশ করেছে এবং জানিয়েছে, আটক সবার আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন বিমানঘাঁটি থেকে থুনবার্গের দেশত্যাগের খবর নিশ্চিত করেছে মন্ত্রণালয়। ইসরায়েল বলছে, ফ্লোটিলার এই মানবিক মিশন শুধু একটি প্রচার কৌশল ছিল। বহিষ্কৃতদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি...