০৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের ১,১৫২ জন সৈন্য নিহত হয়েছে। এই সংখ্যা একটি গণহত্যাজনিত যুদ্ধের ব্যাপক ক্ষতির চিত্র তুলে ধরেছে, যা তেল আবিবের সামরিক শ্রেষ্ঠত্বের ভাবমূর্তি চূর্ণ করেছে এবং ইসরায়েলি সমাজের একটি বিশাল অংশকে শোকের সাগরে ভাসিয়েছে। সোমবার (৬ অক্টোবর) ইসরায়েলের আর্মি রেডিও স্বীকার করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধে মোট ১,১৫২ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, যাদের প্রায় ৪২ শতাংশের বয়স ২১ বছরের নিচে। ইসরায়েলের সামরিক বাহিনীর মাঠের ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ প্রকাশে কঠোর সামরিক সেন্সরশিপ থাকা সত্ত্বেও এই পরিসংখ্যান সামনে এলো। প্রতিবেদন মতে, ইসরায়েলি সামরিক বাহিনীর শোকাহত পরিবারের তালিকায় বর্তমানে ৬,৫০০-এরও বেশি আত্মীয় যুক্ত হয়েছে,...