বাংলা সংগীতের ইতিহাসে কিংবদন্তি পপ তারকা মাহফুজ আনাম জেমস ভক্তদের কাছে যিনি ‘গুরু’, ‘নগরবাউল’ ও ‘ঝাঁকড়া চুলের গিটারম্যান’ নামে পরিচিত।নিজেকে বরাবরই মিডিয়া ও আলোচনার বাইরে রাখেন তিনি। তাই তাকে ঘিরে থাকা অনেক গল্পই রয়ে গেছে অজানা। তবে এবার ভাইরাল হওয়া এক কৃষকের সঙ্গে জেমসের ছবির পেছনে উঠে এসেছে এক হৃদয়ছোঁয়া গল্প। জেমসের গলায় ঝোলানো সেই বিখ্যাত গামছা যা বহু কনসার্ট ও স্টেজ পারফরম্যান্সে তার পরিচয়ের অংশ হয়ে গেছে এর পেছনেও আছে একজন মাটির মানুষের গল্প। সম্প্রতি এই গল্প প্রকাশ করেছেন আলোকচিত্রশিল্পী নজরুল সৈয়দ।জেমসের জন্মদিনে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, সাভারের অরুণাপল্লীতে তার এক আত্মীয়ের বাড়ির কাছেই এই ঐতিহাসিক ঘটনার সূচনা। তিনি লেখেন, “অরুণাপল্লীর উল্টোদিকের খোলা জায়গায় একটা বিখ্যাত গানের জন্ম হয়েছিল। সম্ভবত অরুণাপল্লীর বাসিন্দারাও জানেন না এই গল্প।” গান...