পাচার হওয়া অর্থ ফেরাতে দেশের সব তফসিলি ব্যাংককে আন্তর্জাতিক ১২টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় গভর্নর আহসান এইচ মনসুর এ নির্দেশ দেন। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ বৈঠকে অন্তত ৩০টি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার পর ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান সংবাদিকদের বলেন, ‘‘সিআইডি প্রাথমিকভাবে ১১টি স্থানীয় শিল্পগোষ্ঠীকে শনাক্ত করেছে। এদের নাম বলেছে আজ; যেমন—বসুন্ধরা, নাসা ও এস আলম গ্রুপের নাম রয়েছে এগুলোর মধ্যে।’’ তিনি বলেন, ‘‘এনডিএ (নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা অতি গোপনীয়তার চুক্তি) করে আমরা পাচার হওয়া অর্থ ফেরাতে সংস্থাগুলোর সঙ্গে কাজ শুরু করব। মূল উদ্দেশ্য হলো, যে টাকাটা চলে গেছে, তা ফেরত আনা।’’ চুক্তির নির্দেশনার বিষয়ে ওমর ফারুক বলেন, ‘‘আন্তর্জাতিক ল’ ফার্ম ও অ্যাসেট রিকভারি...