তিনি আরও বলেন, দলের নাম জামায়াতে ইসলামী, তারা আবার হিন্দু শাখা করতেছে। তোমরা একবার মুসলমানের কাছে বলো, বেহেশতের টিকিট নিতে হলে আমাদের জামায়াতে ইসলামে আসা লাগবে। হিন্দুদের কাছে গিয়ে কী বলবে, স্বর্গের টিকিটও আমরা দেব। তোমাদের বলতে চাই, পৃথিবীর কয়টা দেশে জামায়াতে ইসলাম আছে। পাকিস্তান-বাংলাদেশ আর ভারতে কিছুটা আছে। তাহলে এই তিন দেশের বাইরে যেসব মানুষ আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এরা কি বেহেশতে যাবে না?সেলিম জাহাঙ্গীর বলেন, আজকে এখানে বলে দিলাম, আর কোনো তাড়াশ থানার মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না। আমরা যেমন মঞ্চে রাজনীতি করি, তোমাদেরও সেখানে ফিরে আসতে হবে। ভন্ডামি বাদ দিতে হবে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইসলামিক জলসা হবে। মঞ্চসহ কবরস্থান-মসজিদে যেসব জলসা হবে, কোথাও রাজনৈতিক বক্তব্য দিতে দেওয়া হবে না। রাজনৈতিক মঞ্চেই রাজনীতি নিয়ে বক্তব্য দিতে...