দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। দেখতে দেখতে প্রতিষ্ঠানটি পা রাখছে পথচলার ২১ বছরে। এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে আগামী ৮ অক্টোবর নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। বরাবরের মতো এবারও থাকছে দর্শকের জন্য বিশেষ আয়োজন। সেইসঙ্গে বিনোদন সংবাদকর্মীদের ঘিরেও থাকবে আয়োজন। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘এই দীর্ঘ পথচলায় বিনোদন সাংবাদিকরা আমাদের পাশে ছিলেন শুরু থেকেই। তাদের সহযোগিতা ও দর্শকদের ভালোবাসাই স্টার সিনেপ্লেক্সকে আজকের অবস্থানে এনেছে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন থাকবে সাংবাদিকদের কেন্দ্র করে।’ উদযাপনের অংশ হিসেবে ৮ অক্টোবর সন্ধ্যায় বসুন্ধরা সিটি শাখায় সাংবাদিকদের জন্য একটি বিশেষ মুভি শো আয়োজন করা হবে। এছাড়া দর্শকদের জন্য থাকছে ‘একটি টিকিটে আরেকটি ফ্রি’ অফার। ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায়, সব শোতে, যে কোনো সিনেমার...