আফগানিস্তান দল বড় ধাক্কা খেল বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে। দলের ডানহাতি পেসার মোহাম্মদ সালিম চোটের কারণে বাদ পড়েছেন তিন ম্যাচের সিরিজ থেকে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে সালিম খেলতে পারবেন না। গোড়ালির মাংসপেশি (গ্রোয়েন) ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানায়, সালিমকে পাঠানো হয়েছে বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারে, যেখানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।আরো পড়ুন:শেষ ম্যাচে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তানটস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন তার অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার বিলাল সামি। ডানহাতি এই মিডিয়াম পেসার বাংলাদেশের বিপক্ষের ওয়ানডে সিরিজে স্কোয়াডে যুক্ত হচ্ছেন। ২৩ বছর বয়সী মোহাম্মদ সালিম এখন পর্যন্ত খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। দুটিই আবার বাংলাদেশের বিপক্ষে, গত বছরের জুলাই মাসে। এছাড়া একমাত্র...