লিভারপুলের একাডেমিতে বেড়ে ওঠা কুয়ানসা পরে মূল দলের হয়ে খেলেন ৫৮ ম্যাচ। তবে গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র চারটি ম্যাচে শুরুর একাদশে জায়গা পান তিনি। ওই মৌসুমেই অ্যানফিল্ডে কোচ হয়ে আসেন স্লট। এখানে এই ডাচ কোচের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমার্ধের পর কুয়ানসাকে আর খেলানো হয়নি ‘কৌশলগত কারণে।’ ওই বছরের ডিসেম্বরের আগ পর্যন্ত আর কোনো লিগ ম্যাচে শুরুর একাদশে জায়গা মেলেনি কুয়ানসার। গত জুলাইয়ে সাড়ে তিন কোটি পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে লেভারকুজেনে যোগ দেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের আসছে দুই ম্যাচের দলে আছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিভারপুল ছাড়ার কারণ তুলে ধরেন তিনি। “লিভারপুলে আমার চারিদিকের সেরা খেলোয়াড়দের কাছ থেকে আমি শিখেছি, তা আমার ক্যারিয়ারের জন্য খুবই ভালো ছিল। আমি যে ধাপে উঠতে চাই, সেখানে পৌঁছানোর...