ভারতের সঙ্গে গত মে মাসে ঘটে যাওয়া সামরিক অচলাবস্থার সময় অসাধারণ নেতৃত্ব প্রদর্শনের জন্য পাকিস্তান সেনাবাহিনীর ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। লাহোরে মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত *ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়ার কোর্স ২০২৬-এর অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, *“জাতি আমাদের সশস্ত্র বাহিনীর ত্যাগের কাছে ঋণী।” মরিয়ম নওয়াজ পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সেনাবাহিনীকে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’-এর ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ওই অভিযানের সাফল্যের মধ্য দিয়েই পাকিস্তান আজ এক গর্বিত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের যুদ্ধকালীন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, “আমি ফিল্ড মার্শাল আসিম মুনিরের অসাধারণ নেতৃত্বের প্রশংসা জানাতে চাই।” তবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মরিয়ম বলেন, দুর্বল অভ্যন্তরীণ...