পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম আধুনিক যুগে নারীদের অন্যতম সাধারণ অ্যান্ডোক্রাইন বা হরমোনজনিত সমস্যা। এটি প্রজননক্ষম বয়সের প্রায় ১০-১৫ শতাংশ নারীর মধ্যে দেখা যায়। মূলত মাসিক অনিয়ম, অ্যান্ড্রোজেন হরমোন বৃদ্ধি ও ডিম্বাশয়ে সিস্ট বা ক্ষুদ্র থলির উপস্থিতিই এর বৈশিষ্ট্য। তবে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সমস্যা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়ই অবহেলিত দিক।বিষণœতা (Depression)গবেষণায় দেখা গেছে, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত নারীদের মধ্যে বিষণœতা বা ডিপ্রেশন সাধারণ নারীদের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি দেখা যায়। দীর্ঘস্থায়ী হরমোনীয় ভারসাম্যহীনতা, মুখে ব্রণ, চুল পড়া, ওজন বৃদ্ধি এবং গর্ভধারণে জটিলতা রোগীর আত্মবিশ্বাস ও আত্মসম্মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেকে নিজেকে ‘অপরিপূর্ণ নারী’ হিসেবে ভাবতে শুরু করেন, যা বিষণœতার ঝুঁকি আরও বাড়ায়।উদ্বেগ ও সামাজিক চাপ (Anxiety and Social Stress)পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত...