জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রী এ বেরিস একিনচি। সোমবার বিকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বাংলাদেশের বিভিন্ন খাতে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও বৈঠকে গঠনমূলক মতবিনিময় হয়েছে। জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুইদিনের সফরে এদিন সকালে ঢাকায় আসেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ...