
অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের ফাঁসাতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ‘প্ররোচিত’ করা হয়েছিল বলে দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। জেরায় এই আইনজীবীর এমন দাবির জবাবে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর তা অস্বীকার করেছেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় মঙ্গলবারও তা অব্যাহত থাকবে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এর অপর দুই বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ এবং মো. মোহিতুল হক এনাম চৌধুরী। দিনের প্রথমার্ধে বেঞ্চের তিন সদস্যই উপস্থিত ছিলেন। তবে বিকালে শুধু বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ট্রাইব্যুনাল পরিচালনা করেন। তদন্তকারী কর্মকর্তা আলমগীর এ মামলার ৫৪তম এবং সর্বশেষ সাক্ষী। এ...