চট্টগ্রামে মসজিদ, শতবর্ষী মাজার ও কবরস্থান রক্ষায় আন্দোলনে নেমেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী। নগরীর হালিশহর সিজিপিওয়াই কবরস্থান ও মসজিদ রক্ষায় লিখিত আদেশ না এলে পূর্বাঞ্চল রেল অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা। সোমবার (৬ অক্টোবর) বন্দর হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আন্দোলনকারীরা ৯ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দিয়ে ঘোষণা দেন- এই সময়ের মধ্যে কবরস্থান, মসজিদ ও মাজার সংরক্ষণের লিখিত আদেশ না এলে রেলের পূর্বাঞ্চল অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে সারাদেশের সব রেল অফিসে কর্মবিরতি ও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। আরও পড়ুনবিএনপির সাবেক মহাসচিবের পরিবারকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগবাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি বক্তারা অভিযোগ করেন, রেলওয়ের ২১ দশমিক ২৯ একর জমি বিতর্কিত একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ইনল্যান্ড কনটেইনার...