দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের মাত্র ২০০ মিটার কাঁচা রাস্তার কারণে জনগুরুত্বপূর্ণ ছয় প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নামলেই বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ওই রাস্তা কাঁদা-পানিতে একাকার হয়ে যায়। এতে করে ইউনিয়ন ভূমি অফিস, মেলাবাড়ী দাখিল মাদ্রাসা, মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়, মসজিদ, মেলাবাড়ী হাট ও কয়কৃষ্ণপুর গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে জমিজমা সংক্রান্ত বিষয়ে ইউনিয়নের মানুষকে রাস্তাটিতে পানিজমে থাকায় নর্দমার কাঁদামাটির ওপর দিয়ে ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াত করতে হচ্ছে যাতায়াত করতে হচ্ছে। একই অবস্থার মধ্যে পড়েছেন অন্যান্যরাও। সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ভূমি অফিসটি পাকা হলেও সামনের ২০০ মিটার রাস্তা এখনো পাকা হয়নি। ফলে সেবা নিতে আসা মানুষকে যানবাহন নিরাপত্তাহীনতার মধ্যে অনেক দূরে রেখে হেঁটে যেতে হয়। অথচ ওই ভূমি অফিস থেকে সরকারের বিপুল অংকের...