দক্ষিণ এশিয়ার ফুটবলে যোগ হচ্ছে আরেকটি অধ্যায়। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সাফ ক্লাব নারী চ্যাম্পিয়নশিপ। অভিষেক আসরটি বসবে নেপালের কাঠমান্ডুতে আগামী ৫ থেকে ২০ ডিসেম্বর। বাংলাদেশ নারী লিগের সর্বশেষ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। দক্ষিণ এশিয়ার ৫ দেশের শীর্ষ ৫ টি ক্লাব খেলবে এই চ্যাম্পিয়নশিপে। প্রথম আসরে থাকছে না শ্রীলংকা ও মালদ্বীপের ক্লাব। নাসরিন ছাড়া অন্য চার ক্লাব হচ্ছে ভারতের ইস্টবেঙ্গল, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড, নেপালের এপিএফ ক্লাব ও পাকিস্তানের করাচি সিটি। সোমবার লিগের ফিকশ্চার চূড়ান্ত হয়েছে। পাঁচ ক্লাব লিগ ভিত্তিতে খেলবে। লিগ ভিত্তিতে খেলার পর ২০ ডিসেম্বর হবে টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল। কাঠমান্ডুতে লিগের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। প্রতিপক্ষ নেপালের এপিএফ ক্লাব। নাসরিন স্পোর্টস একাডেমির দ্বিতীয় ম্যাচ ৮ ডিসেম্বর করাচি সিটি এফসির বিপক্ষে,...