এদিকে রবিবার মাগুরা সদর উপজেলার ভাবনহাটি ঢাল নামক স্থানে যাত্রীবাহী বাস ও তেলবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে এক বাসযাত্রী নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালেও চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত বাসযাত্রী দীনবন্ধু সাহা (৫২) ঝিনাইদহ জেলার মথনপর গ্রামের বাসিন্দা। তিনি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার ভাবনহাটি ঢাল এলাকায় যশোরগামী একটি তেল ট্যাংকার ও ঢাকাগামী যাত্রীবাহী কোচের মধ্যে সংঘর্ষ হয়। এতে কোচের ১৫ জন যাত্রী আহত হন।...