০৬ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম জামায়াত নেতা শিশির মনির কর্তৃক ইসলামের অন্যতম ফরজ বিধান রোজাকে হিন্দু ধর্মের পূজার সাথে তুলনা করে শিরক করে ঈমান বিধ্বংসী কাজ করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী। সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামের বিধানের সাথে অন্য কোন ধর্মের তুলনা চলে না। অপরদিকে শিশির মনির আরো বলেছেন আমরা আমাদের সন্তানের নাম রাখি মুহাম্মদ, আইয়ূব ইত্যাদি আর হিন্দুরা কৃঞ্চ, রাধা ইত্যাদি বলে চরম অপরাধ করেছেন। তার এই বক্তব্য ইসলামের বিরুদ্ধে চরম ধৃষ্টতা। হিন্দুদের পায়রবী করে কোন নামধারী ইসলামী সংগঠনের নেতা যদি মনে করেন হিন্দুদের ভোটে তিনি নির্বাচিত হবেন, তবে চরম ভুল করবেন। এক বিবৃতিতে শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান...