চাঁদাবাজির অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ তানজিন হামিদ মিতুল। ঢাকার হাতিরঝিল থানায় শনিবার রাতে তিনি যে চারজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, তাদের মধ্যে যুবদলের সাবেক এক নেতাও রয়েছেন। অভিযোগে মিতুল বলেছেন, তার বোনের বাসায় গিয়ে ওই চারজন এক লাখ টাকা চাঁদা নিয়েছেন। তার এ অভিযোগ সোমবার সন্ধ্যায়ও মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া শেষ হয়নি বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি। মিতুল বিএনপির ষষ্ঠ মহাসচিব খন্দকার দেলোয়ারের ছেলে প্রয়াত খন্দকার আব্দুল হামিদ ডাবলুর স্ত্রী। তার বড় বোনের নাম শারমিন ওয়াদুদ নিপা, যিনি সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত আব্দুল ওয়াদুদ খোকনের স্ত্রী। তিনি দুই সন্তান নিয়ে মগবাজারে থাকেন। অভিযোগে যে চারজনের নাম রয়েছে, তারা হলেন- শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫)। মিতুলের সঙ্গে হাতিরঝিল থানায় যাওয়া...