দীর্ঘ ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশের যানজট পরিস্থিতি। সকাল থেকে তীব্র যানজট সৃষ্টির ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড় ১০টা থেকে সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। হাইওয়ে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার যাত্রামুড়া সংলগ্ন এলাকায় সকালে একটি মালবাহী কনটেইনার বিকল হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে সকাল থেকেই যানজট সৃষ্টি হয়েছে। দুপুরের পরে যানজট বেড়ে কাঁচপুর থেকে মৈকুলি পর্যন্ত ছয় কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। টানা ৯ ঘণ্টার তীব্র যানজটে নাকাল যাত্রী সাধারণ ও পরিবহন শ্রমিকরা। এদিকে যানবাহনের দীর্ঘ সারিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের। শত শত যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এতে...