বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য অনুষ্ঠিত নির্বাচনকে ‘ভুয়া বোর্ড’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের আইন মেনেই এই বোর্ডকে বাতিল করা হবে।ইশরাকের অভিযোগ, বিসিবির নির্বাচনকে সাধারণ মানুষ ও ক্রীড়া সংগঠকরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি আরও লিখেছেন, বর্তমানে স্থিতিশীলতা রক্ষার স্বার্থে নীরব থাকলেও এটি দীর্ঘস্থায়ী নয়। শিগগিরই যারা এই প্রক্রিয়ায় যুক্ত, তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।বিসিবির সহসভাপতি পদে নির্বাচিত হলেন যারাএর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রকাশিত হয় বিসিবি নির্বাচনের ফলাফল। এবারের নির্বাচনে মোট ভোটার থাকার কথা ছিল ১৯২ জন, তবে নরসিংদী থেকে কাউন্সিলর মনোনয়ন না আসায় চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়ায় ১৯১।...