সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর ওয়ানডে সিরিজ শুরুর আগে একটি ধাক্কা খেয়েছে আফগানিস্তান। কুঁচকির চোটে তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন দলটির ফাস্ট বোলার মোহাম্মাদ সালিম। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সালিমের বদলি হিসেবে দলে যোগ দেবেন পেসার বিলাল সামি। ২১ বছর বয়সী সামি আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত খেলেছেন কেবল একটি ম্যাচ। গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। ২৫টি লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট ৪৪টি। আসছে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন সালিম। ক্যারিয়ারের দুটি ওয়ানডে তিনি খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে, বাংলাদেশের বিপক্ষে। ২৩ বছর বয়সী ক্রিকেটার সবশেষ আফগানিস্তানের হয়ে খেলেছেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে,...