নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন চর মোহাম্মদপুর এলাকার মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার শওকত আলীর ছেলে আহমেদ মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, সুফিয়ান ও সায়েম নামের দুইজন মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতগামী একটি মাইক্রোবাস (নোহা) তাদের ধাক্কা দিয়ে পালিয় যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য...