সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। গ্রিনিচ মান সময় অনুযায়ী, সোমবার ভোর ৫টায় মিনিটে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৪৫.১২ ডলারে দাঁড়ায়, যা ইতিহাসে সর্বোচ্চ। এক ঘণ্টা পর, সকাল ৬টা ২০ মিনিটে দাম কিছুটা কমে ৩ হাজার ৯২৬.৪০ ডলারে লেনদেন হচ্ছিল। গত ১২ মাসে স্বর্ণের দাম ২ হাজার ৫৩৬.৯১ থেকে ৩ হাজার ৯৪৫.১২ ডলারের মধ্যে ওঠানামা করেছে—এই সময়ে দাম বেড়েছে ৪৮ শতাংশেরও বেশি। যদিও সরকার অচলাবস্থা সরাসরি অর্থনৈতিক মন্দা সৃষ্টি করে না, তবুও এটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক প্রশাসনিক বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা তৈরি করেছে। বহু ফেডারেল কর্মী বেতন ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন বা বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। প্রতিটি সরকারি সংস্থা তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ‘অপরিহার্য’ কর্মীদের কাজ চালিয়ে যাচ্ছে। অচলাবস্থার কারণে আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক...