কানাডা সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেখানে এই অভিনেত্রী অংশ নিয়েছেন কয়েকটি অনুষ্ঠানে। সেই সাথেও নিজেকেও সময় দিয়েছেন! পুরো সময়টাই তাকে খোশ মেজাজে কাটাতে দেখা গেছে! ঘোরাঘুরির সঙ্গে সঙ্গে একাধিক অনুষ্ঠানেও হাজির হচ্ছেন এই অভিনেত্রী। ফারিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে বোঝা যাচ্ছে, এই অভিনেত্রী কতটা ফুরফুরে! এদিকে, নুসরাত ফারিয়া অভিনীত সর্বশেষ ‘জ্বীন ৩’ সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ঈদুল ফিতরে। পরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায়। এই প্ল্যাটফর্মে মুক্তির পর নুসরাত ফারিয়া কানাডায় গিয়ে ‘জ্বীন ৩’ নিয়ে দর্শকদের ইতিবাচক রেসপন্স পেয়েছেন বলে জানালেন। চ্যানেল আই অনলাইনকে নুসরাত ফারিয়া বলেন, ‘জ্বীন ৩’ আইস্ক্রিনে রিলিজের পর দেশের বাইরের অডিয়ান্সের কাছ থেকে অনেক বেশি রেসপন্স পেয়েছি। তারা জানিয়েছেন, ওটিটি থেকে দেখে তারা ভীষণ হ্যাপি এবং আনন্দ করেছে। ফারিয়া বলেন,“যখন...