নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা দাবিতে ১ অক্টোবর থেকে সারাদেশে শুরু হওয়া কর্মবিরতি ‘আংশিক’ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হতে যাওয়া টাইফয়েডের টিকাদান কর্মসূচির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে। সকাল ১০টার দিকে শুরু হওয়া বৈঠকে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হয় দুপুর ১২টার দিকে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি আদায় পরিষদের সদস্য সচিব মো. ফজলুল হক চৌধুরী বলেন, ১২ অক্টোবর সারাদেশে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচি যেহেতু একবারই হয়, তাই তারা ৩০ অক্টোবর পর্যন্ত কর্মবিরতি আংশিকভাবে প্রত্যাহার করেছেন। তবে এ সময় অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। তিনি বলেন, “সামনে পরীক্ষা, এ সময় স্কুলও...