ব্যাপারটা অনুমিতই ছিল। বিসিবির সভাপতি পদে রদবদল হবে না, তা নিয়ে কারও সন্দেহ ছিল না। আজ সোমবার (৬ অক্টোবর) এলো আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলই। রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচনের ভোট। প্রথমে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন বুলবুল। সেখানে ১৫টি ভোট পান তিনি। পরবর্তীতে ২৫ জন পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হন। বিসিবি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন রাত ৮টার দিকে সভাপতি হিসেবে বুলবুলের নাম প্রকাশ করে। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটাভুটি হয়নি। ফলে, টানা দ্বিতীয়বারের মতো বিসিবি প্রধানের চেয়ারে বসলেন বুলবুল। নির্বাচিত হয়ে বুলবুল বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নতুন বোর্ড পেয়েছি। আগামী চার বছরে ক্রিকেটকে আমরা কোথায় দেখতে চাই, সেই প্ল্যান করব। আমাদের ক্রিকেটটা...