রাজধানীর যাত্রাবাড়ী থেকে অপহরণ হওয়া এক ব্যবসায়ীকে মুক্তিপণ দিয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারের দাবি করেছে স্বজনরা। ব্যবসায়ীর নাম মকবুল (৩৮)। তিনি পেশায় কসাই ও গরুর ভুঁড়ি বিক্রেতা। আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আহত মকবুলের বড় ভাই শাহ আলম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলমপুরা গ্রামে। তার বাবার নাম আব্দুল বাছিদ। মকবুল কসাইয়ের কাজ করেন। পাশাপাশি জবাইকৃত গরু খাসির গরুর ভুঁড়ি কিনতেন। এরপর তা বিক্রি করতেন নারায়ণগঞ্জের মদনপুরে। সোমবার ভোরে তিনি বাড়ি থেকে ঢাকায় আসেন কাজে। যাত্রাবাড়ী নামার পর একটি মাইক্রোবাসে আসা ৪-৫ জন ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তুলে নেয় এবং চোখ বেধে ফেলে। তিনি অভিযোগ করে বলেন, গাড়ির ভিতর তারা মবকুলকে হাতুড় দিয়ে...