বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি ১, ২ ও ৩ মিলিয়ে মোট ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় ২ জন নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-১ এ রয়েছে জেলা ও বিভাগীয় কাউন্সিলর। এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ১০ জন। ক্যাটাগরি-২ এ রয়েছে ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলর। এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ এ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান থেকে ভোট দেওয়া হয়েছে। এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। ক্যাটাগরি-১ :এই ক্যাটাগরিতে ঢাকা বিভাগ থেকে হেভিওয়েট প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। তারা দুজনেই নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে জিতেছেন আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরি। খুলনা বিভাগ থেকে জিতেছেন আব্দুর...