০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত এডভোকেসি ও পরিকল্পনা সভায় বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, “টাইফয়েড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ, ভয় নয়— বিশ্বাস ছড়াতে হবে। ইসলাম চিকিৎসা গ্রহণে বাধা দেয় না, বরং কোরআনে হিকমাহ প্রয়োগের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, “টাইফয়েড টিকা নিয়ে কিছু মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। কিন্তু বহু বছর গবেষণার পর প্রমাণিত হয়েছে, বর্তমান ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন। আলেম-ওলামারা তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করলে এই ভয় ও কুসংস্কার দূর হবে। সোমবার (৬ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় ফাউন্ডেশনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল...