০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তর কুইন্সল্যান্ডের দুই শহরের বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সৌহাদ্র ও সম্প্রতি বাড়াতে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ট্রপিকাল টাইগার্স টাউন্সভিল এবং ম্যাকাই টাইগার্স। টানটান উত্তেজনার এই ম্যাচে ম্যাকাই টাইগার্সকে ১৮ রানে হারিয়েছে ট্রপিকাল টাইগার্স টাউন্সভিল। বোয়েন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ট্রপিকাল টাইগার্স টাউন্সভিল নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন তালহা। এছাড়া ইরামের ব্যাট থেকে আসে ২২ রান। জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাকাই টাইগার্স ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১০ রান তুলতে সক্ষম হয়। ট্রপিকাল টাইগার্সের বোলারদের মধ্যে...