সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি। তার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও ছিলেন। তিনি বলেন, “তুরস্ক আগামীতে নির্বাচন পরবর্তী ‘আগামীর বাংলাদেশ’ দেখতে চায়, সেই সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়, এমনকি নতুন সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারেও আগ্রহী।” বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদ ব্রিফিং এ বলেন, ‘দুই দেশের মধ্যে আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব যেটা জিয়াউর রহমানের সাহেবের সময় থেকে হয়েছে, ওআইসিতে জিয়াউর রহমানসহ তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই বিষয়গুলো আলোচনায় এসেছে। আগামী দিনে ওআইসিকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, সবক্ষেত্রে কো-অপারেশন বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। তার্কিস বিনিয়োগ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে করার...