রাত পেরিয়ে ভোরের ঝাপসা আলোয় পাহাড়ের উঁচু নিচু, আঁকাবাঁকা পথে ছুটে চলা এক বাসের যাত্রী আমরা। রাস্তার পাশেই শত ফুট গভীর পাহাড়ি খাদ আর কিছু দূরেই দেখা যায় পাহাড় ও মেঘের অসাধারণ মিথস্ক্রিয়া। এইভাবেই পৌঁছে যাই পাহাড়, নদী ও মেঘের জেলা বান্দরবানে। আজ থাকছে বান্দরবানের লামা উপজেলার গহিনে পাহাড়, ঝিরিপথ, মাতামুহুরী নদী ও দ্বিতীয় সাজেক নামে পরিচিত মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের গল্প।প্রথম দিন : পাহাড়ি রিসোর্ট, গ্রাম, ঝিরি ও নিশুতি রাতঢাকা থেকে হানিফ বাসে করে সরাসরি লামা বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা করি আমরা, প্রায় ১১ ঘণ্টা পর সকাল ১০টায় পৌঁছাই লামা বাস টার্মিনালে। সেখান থেকেই শুরু হয় আমাদের যাত্রা। গন্তব্য, লামা বাস টার্মিনাল থেকে প্রায় ৮ কিলোমিটার ভিতরে পাহাড়ের চূড়ায় একটা রিসোর্ট। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছেন বান্দরবানকে, মৃদু বাতাস ও...