অনেক আলোচনা-সমালোচনা আর বিতর্কের মধ্যেই শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ। আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। এরপর পরিচালক পদের ফলাফল ঘোষণা করা হয়। তিনটি ক্যাটাগরিতে ই-ভোট ও সরাসরি- উভয় মাধ্যমে ভোট দেন ভোটাররা। তবে পুরো নির্বাচন জুড়ে ছিল এক ধরনের নিষ্প্রাণতা। কারণ, বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সরে দাঁড়ানোয় প্রতিদ্বন্দ্বিতা ছিল খুবই সীমিত। এরই মধ্যে বেশ কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান প্রার্থীরা। ঢাকার ক্লাবভিত্তিক ক্যাটাগরি-২ এ মোট ভোটার ছিলেন ৭৬ জন। এই ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন। এর মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং ৯ জন সরাসরি এসে ভোট দিয়েছেন। বাকি ৩৩...