বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, যার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সবজির দামে। ১০০ টাকার কাঁচামরিচ ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। আলু ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বোরো ধানের ভালো ফলন হলেও চালের দাম প্রত্যাশানুযায়ী কমেনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে, যা আগের মাস আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই ধরনের পণ্যের দামই বেড়েছে এই মাসে। এই পরিস্থিতি গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই লক্ষ করা গেছে। সোমবার (৬ অক্টোবর) বিবিএসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদন। দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাটবাজার থেকে বিভিন্ন পণ্য ও সেবার খরচের তথ্য সংগ্রহ...