এমনটা যে হবে সেটা অনুমেয়ই ছিল। এবার নির্বাচিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। ২৫ জন পরিচালকদের সর্ব সম্মতিক্রমে সাবেক অধিনায়ক বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাবেক সভাপতি ফারুক আহমেদ হয়েছেন সহ-সভাপতি। বরিশাল বিভাগের সাখওয়াত হোসেন হয়েছেন আরেক সহ সভাপতি। সর্বশেষ মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব ছিলেন বুলবুল। তবে সেই সময় এনএসসি থেকে মনোনয়ন পেয়ে অন্তর্বতী সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন তিনি। এবার প্রথমবার বিসিবি নির্বাচনে অংশ নিয়ে চার বছরের জন্য সভাপতি হলেন সাবেক এই ক্রিকেটার। বিসিবিতে ‘টি-টোয়েন্টি’ ইনিংস খেলতে এসে এখন টেস্ট খেলার পথে বুলবুল। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকটি বিভাগে পরিচালক পদে নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট দেওয়ার সুযোগ ছিল ১৫৬ জনের। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এই ১৫৬ জনের মধ্যে ভোট দিয়েছেন ১১৫ জন। অর্থাৎ...