প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের আরেকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তিটি হয় সোমবার। প্রতিষ্ঠানটির সঙ্গে শাকিব খানের দ্বিতীয় চলচ্চিত্রের নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রোববার থেকে শুটিং শুরু হওয়া ‘সোলজার’ সিনেমাটিও এই প্রযোজনা প্রতিষ্ঠানের। দেশপ্রেমভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। ‘মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’, ‘হাওয়া’র মত নান্দনিক ও ব্যবসাসফল সিনেমা প্রতিষ্ঠানটির প্রযোজনার তালিকায় রয়েছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে এই নতুন যাত্রাকে শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন। তারকা এই অভিনেতা বলেন, “দেশের বাইরে আমরা দেখি, শীর্ষ উদ্যোক্তারা চলচ্চিত্রে বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছেন। আমাদের দেশের সংস্কৃতিপ্রেমী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী এবং তার প্রতিষ্ঠান সেই ধারারই অংশ।...