এবার দেশের আরেক লাভজনক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে চুক্তি করলেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন এই তারকা। আর এর মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্তের উন্মোচন হলো- এমনটি জানিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড নির্মিত প্রতিটি চলচ্চিত্রই রাষ্ট্রীয় সম্মাননাসহ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমরা দেশের বাইরে দেখি, শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার চলচ্চিত্রে বিনিয়োগ করে একটি ইন্ডাস্ট্রিকে বেগবান করতে প্রতিনিয়ত সাহায্য করছে।’ শাকিব খান আরও বলেন, দেশের সংস্কৃতির প্রতি ভীষণ...